হোম > জাতীয়

নয় বছর পর বাংলাদেশ বিমানকে স্বাগত জানালেন ইতালিপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোম–ঢাকা–রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আবার চলাচল শুরু করেছে। আজ বুধবার ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আগত কর্মকর্তাদের স্বাগত জানান। 

রোম ফিউমিসিনো এয়ারপোর্ট এয়ারসাইডের গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিমানের এই রুটে ফের ফ্লাইট উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোক্কামেল হোসেন। 

উপস্থিত ছিলেন—ইতালির চিফ অ্যাভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের জিএস ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানো, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। 

এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ বিমান কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ থেকে সাংবাদিক ও অতিথিদের নিয়ে স্থানীয় সময় ঠিক সকাল ৯টায় রোমের আন্তর্জাতিক বিমান বন্দর লিওনার্দো দ্য ভিঞ্চিতে অবতরণ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। রোম থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমান। প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস এবং ২৪৩টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি। 

সকাল ৬টা থেকেই রোম বিমানবন্দরে বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা