যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলি ও তাঁর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ রোববার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কখনো সহিংসতা ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের [ওপর] এ হামলায় আমরা উদ্বেগ এবং নিন্দা জানাই।’
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় এ হামলা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মনে করে, রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয়। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে বাংলাদেশ সরকার কোনো সংঘাত চায় না।