Ajker Patrika
হোম > জাতীয়

হাজার পেরোল ১২ কেজি এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাজার পেরোল ১২ কেজি এলপিজির দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ভোক্তাদের জন্য আগামী সেপ্টেম্বরের জন্য এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ টাকা। একই সঙ্গে লিটারে ১ টাকা ৮৫ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও। 

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দাম এলপিজির দাম বাড়ল। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। মে মাসে যা ছিল ৯০৬ টাকা, জুনে ৮৪২ টাকা, জুলাইয়ে ৮৯১ টাকা আর আগস্টে ৯৯৩ টাকা। 

আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে, বহাল থাকবে পুরো মাস। 

নতুন দর অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ১২ কেজি রান্নার গ্যাসের সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন করসহ (মূসক) বিদ্যমান ৯৯৩ টাকা থেকে বেড়ে সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা হবে। এই মাসের জন্য অটো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা, আগস্টে যা ছিল ৪৮ টাকা ৭১ পয়সা। 

এদিকে উৎপাদন পর্যায়ে খরচ অপরিবর্তিত থাকায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে। 

এলপিজি মূলত প্রোপেন আর বিউটেন নামে দুটি গ্যাসের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। তাদের নির্ধারিত চুক্তিমূল্য (সিপি) বা সৌদি সিপিকেই ভিত্তি হিসেবে ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। 

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপির গড় দাম প্রতি টন ৬৫৬ দশমিক ৭৫ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’ 

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

এস আলম গ্রুপের আরও ১১ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা