Ajker Patrika
হোম > জাতীয়

পানিসংক্রান্ত দুই অপরাধের বিচার হবে ভ্রাম্যমাণ আদালতে

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

পানিসংক্রান্ত দুই অপরাধের বিচার হবে ভ্রাম্যমাণ আদালতে

পানিসংক্রান্ত অপরাধের জন্য সরকারি কর্মকর্তাকে তথ্য-উপাত্ত না দিলে বা কাউকে তাঁর সামনে হাজির হতে বাধা দিলে এবং মিথ্যা বা বিকৃত তথ্য দিলে ভ্রাম্যমাণ আদালতে সেসবের বিচার করা হবে।

এমন নিয়ম রেখে মোবাইল কোর্ট আইনের তফসিলে বাংলাদেশ পানি আইনের ৩০ (২) ও ৩১ ধারা সংযোজন করে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

অর্থাৎ, এখন থেকে বাংলাদেশ পানি আইনের ৩০ (২) ও ৩১ ধারার অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হবে।

বাধা প্রদানের দণ্ডসংক্রান্ত বাংলাদেশ পানি আইনের ৩০ (২) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি উপধারা (১)-এ উল্লিখিত দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তার তলব অনুযায়ী তাঁর সামনে কোনো রেজিস্ট্রার, নথি বা দলিল-দস্তাবেজ উপস্থাপন করতে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করলে বা ব্যর্থ হলে অথবা উক্ত রূপ দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তার সম্মুখে কোনো ব্যক্তিকে হাজির হতে বা তার জবানবন্দি নিতে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করলে বা বাধা প্রদানের চেষ্টা করলে, তিনি অনধিক তিন মাসের কারাদণ্ড অথবা অনধিক ২ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ব্যাখ্যা: এই ধারায়, ‘বাধা’ অর্থে হুমকিও অন্তর্ভুক্ত হবে।

আর মিথ্যা তথ্য প্রদানের দণ্ডসংক্রান্ত ৩১ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করেন, তাহলে তিনি অনধিক এক বছরের কারাদণ্ড অথবা অনধিক ৩ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

ঈদযাত্রায় ভোগাবে ১৩ পয়েন্ট

জুলাইয়ের নিপীড়কদের শাস্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো

নারী ও শিশু নির্যাতন দমন আইন তড়িঘড়ি সংশোধনের উদ্যোগে শিরীন হকের উদ্বেগ

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক তৎপরতা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পত্রিকার বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে: তথ্য উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি দেখতে মার্কিনদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের

জান্তাকে যোদ্ধা সরবরাহ করে আরসা, তাদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল: ফর্টিফাই রাইটস

আগামীকাল ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

মানুষ ও প্রাণীর রোগের ধরন আলাদা করা যাচ্ছে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

জরুরি সেবা ৯৯৯ এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল