হোম > জাতীয়

কর্মী ভিসায় সৌদি আরব যেতে লাগবে না মেনিনজাইটিসের টিকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যাঁরা ওমরাহ ও ভ্রমণ ভিসায় দেশটিতে যাবেন, তাদের অবশ্যই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে গতকাল সোমবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক জানিয়ে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

নির্দেশনায় বলা হয়, যাঁরা ওমরাহ বা হজ করতে যাবেন, অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এক বছরের কমবয়সী শিশুদের এ টিকা বাধ্যতামূলক নয়। কেউ গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকলে তাঁকে নতুন করে টিকা দিতে হবে না। ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। এ জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর সব এয়ারলাইনসকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

এ টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিওর টিকা নিতে বলা হয়েছে। বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বাধ্যতামূলক।

চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এরই মধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, গত ১৩ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনায় এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

এক স্থানের জনপ্রতিনিধি কীভাবে গোটা জাতির আইন প্রণয়ন করেন: সলিমুল্লাহ খান

ট্রাম্পের প্রথম দিনের আদেশ: বাংলাদেশের কিছু স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে

ইউনূস-ওলাফ বৈঠক: গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি

১১ বছর ধরে লাশ হাসপাতালের হিমঘরে, বিচারিক আদালতের রায় বাতিলে হাইকোর্টের রুল

যুক্তরাষ্ট্রকে আরও বেশি রোহিঙ্গা নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শিশু আইনের বিধান অনুযায়ী শিশুরা সুযোগ-সুবিধা পাচ্ছে না

উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল, পৃথক সচিবালয়ের উদ্যোগ

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই

পাঠ্যবইয়ে ৩ হাজার কোটি টাকা লোপাট, পদক্ষেপ চেয়ে রিট

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

সেকশন