হোম > জাতীয়

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৫তম আসরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৭৫তম বইমেলার আয়োজনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্যাভিলিয়নে (১৮-২২ অক্টোবর) বাংলাদেশের স্বাধীনতার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পাঁচ শতাধিক বই প্রদর্শন করা হয়েছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর আগে ১৪৬২ খ্রিষ্টাব্দে। এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি দেশ হিসেবে ছিল স্লোভেনিয়া। 

মেলার তৃতীয় দিনে ২০ অক্টোবর বাংলাদেশ প্যাভিলিয়নে বইমেলার প্রেসিডেন্ট ক্লাউডিয়া কায়সারের সঙ্গে জার্মানির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূইয়ার আলোচনা সভা হয়। 

সভায় বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ দূতাবাস বার্লিনের মিনিস্টার (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার ও সিনিয়র সহকারী সচিব মো. সগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জার্মান প্রবাসী একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারী সভায় উপস্থিত ছিলেন। বইমেলায় অসংখ্য বাংলাদেশি প্রবাসীরা দর্শনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। 

রাষ্ট্রদূত ফ্রাঙ্কফুর্ট বইমেলার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বাংলাদেশের একুশে বইমেলায় অংশগ্রহণের অনুরোধ করা হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর বলেন, আগামী ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশি প্রকাশকদের অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে। 

উল্লেখ্য, এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ১০২টি দেশের ৭৩০০ প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সেকশন