ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ং মিন সিও বলেছেন, ‘বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ও মাইলফলক।’
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে আজ শনিবার বিকেলে আয়োজিত বাংলাদেশে কোরিয়ান কালচার-বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে ইয়ং মিন সিও এই মন্তব্য করেন।
জাতীয় পর্যায়ের এ কর্মশালার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে কোরিয়ান সংস্কৃতির প্রচার ও প্রভাব’। একাডেমি অব কোরিয়ান স্টাডিজের সহায়তায় সিমেক ইনস্টিটিউটের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানটির আয়োজন করে। কোরিয়ান সংস্কৃতি নিয়ে যারা বাংলাদেশে কাজ করছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
ড. ইয়ং মিন সিও বলেন, ‘কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়ান অ্যাম্বাসি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে এই কর্মশালা।’