হোম > জাতীয়

ফাইজারের আরও ১০ লাখ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন। 

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। 

এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। 

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট