হোম > জাতীয়

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি।

আজ বুধবার প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খলিলুর রহমান। সেখানেই তিনি এই সম্ভাবনার কথা জানান। তবে বৈঠক আদৌ হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা না থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে, (ব্যাংককে) বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

একজন সাংবাদিক এই বিষয়ে খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে বলে পররাষ্ট্রসচিব জানিয়েছেন। জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমার জানা মতে, পররাষ্ট্রসচিব বলেছেন—বৈঠকটি হওয়ার সম্ভাবনা আছে।’

ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে—এমন এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে যে, মিটিংটি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আগ বাড়িয়ে কিছু বলছি না।’

আরও খবর পড়ুন:

প্রশাসন গোছাচ্ছে সরকার

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি