জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের দীর্ঘ দিন ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু ‘খ’ ও ‘গ’–এই দুই ক্যাটাগরিতেই ২ লাখ ২১ হাজার ১৩১টি আবেদন দীর্ঘদিন ঝুলে আছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৫৪ কর্মকর্তাকে এ কাজে যুক্ত করা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (মানবসম্পদ গবেষণা ও উন্নয়ন) মো. আ. আজিজের গতকাল রোববার স্বাক্ষরিত এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এদিকে ইসি আবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগাম শুরু করার কথা ভাবছে।
জানা যায়, ‘গ’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ঢাকা অঞ্চলে, ৩২ হাজার ১৫৫টি। এ ছাড়া রংপুর অঞ্চলে ১২ হাজার ৩৪৩টি, রাজশাহীতে ১৪ হাজার ৪৫৮, খুলনায় ১৮ হাজার ৪০, ফরিদপুরে ১৩ হাজার ৫৩, ময়মনসিংহে ২৮ হাজার ৩৬৯, সিলেটে ১১ হাজার ৯০, কুমিল্লায় ২৯ হাজার ৩৪৪টি ও চট্টগ্রাম অঞ্চলে ২২ হাজার ৪০৯টি ‘গ’ ক্যাটাগরির আবেদন রয়েছে। এ ছাড়া ঢাকায় ১৪ হাজার ২১০টি ও চট্টগ্রামে ২৫ হাজার ৬৬০টি ‘খ’ ক্যাটাগরির আবেদন রয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনিষ্পন্ন আবেদনগুলো আগামীকাল ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অবশ্যই নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ দিন পর পর কাজের অগ্রগতির প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগাম শুরু করার কথা ভাবছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান হালনাগাদ কার্যক্রমের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে আগাম এক বছরের তথ্য নেওয়া হতে পারে। বর্তমানে প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলছে, যা ৫ জানুয়ারি শেষ হবে। এরপর তাঁরা তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেবেন। এসব প্রক্রিয়া শেষে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে।
ইসি সূত্র জানায়, এ ক্ষেত্রে যাদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এভাবে তথ্য নেওয়ার পর খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ২ জানুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওই বছরের ২ মার্চ। তবে কোনো কারণে এর হেরফের হলেও ইসি সে জন্য প্রস্তুত থাকবে।
সর্বশেষ ২০২২ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সে সময় ২০২৩,২০২৪ ও ২০২৫ সালের অর্থাৎ তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে যাঁরা ১৮ বছর পূর্ণ করেছেন তাঁদের ইতিমধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ২ জানুয়ারি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।