হোম > জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবে বলা হচ্ছে যে, গত দুই দিনে নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। তবে এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ঘটনা হলো—২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে গেলে বিজিবির সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন।

এ সময় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধার কার্যক্রম চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং রাতের অন্ধকারে এক বিজিবি সদস্য পানিতে পড়ে নিখোঁজ হন।

বিজিবি জানায়, পুরো বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক, তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের দাবি সম্পূর্ণ গুজব। বর্তমানে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্য কোনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জনগণকে অনুরোধ করেছে, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে এবং নিশ্চিত তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা রাখতে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ