হোম > জাতীয়

ড. ইউনূস ভালো আছেন, মেডিকেল টিম গঠন নিছকই প্রটোকল: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে নিছক ‘প্রটোকল’ বা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু তিনি ‘ভালো আছেন’, এমনকি হাসপাতালেও যাননি বলে তাঁর একজন মুখপাত্র জানান।

আজ মঙ্গলবার ড. ইউনূসের জন্য বিএসএমএমইউতে ইনটেসিভ কেয়ার ইউনিটে শয্যা প্রস্তুত করা হয় এবং তার চিকিৎসার জন্য ৭ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়।

প্রধান উপদেষ্টার সম্ভাব্য চিকিৎসা নিয়ে অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তাফা কামালের জারি করা সরকারি নির্দেশিকা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘চিকিৎসার জন্য আজ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে।’

বিএসএমএমইউর জারি করা নির্দেশিকায় বলা হয়, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং ২ নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাত জন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক অ্যানাস্থেসিয়ার সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন