হোম > জাতীয়

ড. ইউনূস ভালো আছেন, মেডিকেল টিম গঠন নিছকই প্রটোকল: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে নিছক ‘প্রটোকল’ বা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু তিনি ‘ভালো আছেন’, এমনকি হাসপাতালেও যাননি বলে তাঁর একজন মুখপাত্র জানান।

আজ মঙ্গলবার ড. ইউনূসের জন্য বিএসএমএমইউতে ইনটেসিভ কেয়ার ইউনিটে শয্যা প্রস্তুত করা হয় এবং তার চিকিৎসার জন্য ৭ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়।

প্রধান উপদেষ্টার সম্ভাব্য চিকিৎসা নিয়ে অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তাফা কামালের জারি করা সরকারি নির্দেশিকা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘চিকিৎসার জন্য আজ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে।’

বিএসএমএমইউর জারি করা নির্দেশিকায় বলা হয়, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং ২ নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাত জন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক অ্যানাস্থেসিয়ার সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট