তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী (পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি)। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে আজ সোমবার ঢাকায় আসেন তিনি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনীর প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। এ ছাড়া তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। এ ছাড়া সফরসূচি অনুযায়ী ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
ভারতীয় বিমানবাহিনীর প্রধানের তিন দিনের এই ঢাকা সফর ভারত-বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।