হোম > জাতীয়

বাসভাড়া বাড়াতে বিআরটিএকে চিঠি দিয়েছে মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে বিগত আট বছর যাবৎ বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বৃদ্ধি করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় অধিক হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বৃদ্ধির জন্য মালিক সমিতি বরাবর আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে। 

এমন অবস্থায়  মালিক সমিতি বলছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী  আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার বিষয়ে মালিক সমিতির সঙ্গে রবিবার একটি মিটিং হতে পারে। 

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা