হোম > জাতীয়

শেখ হাসিনাকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা টনি ব্লেয়ার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে টনি ব্লেয়ার বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্যও আপনাকে অভিনন্দন। এই নির্বাচনের ফলাফলই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব ও আন্তরিকতার গুণে বাংলাদেশ বিগত বছরগুলোতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। 
 
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা চিঠিতে বলেন, ‘বাংলাদেশের সাফল্যের ধারা বহুমুখী। এই সাফল্যের চালিকাশক্তি হলো—শক্তিশালী রপ্তানি খাত, উদীয়মান মধ্যবিত্ত শ্রেণি, তরুণ ও শিক্ষিত জনশক্তি।’ টনি ব্লেয়ার শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন চিঠিতে। 
 
চিঠিতে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার নেপথ্যে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আবারও আপনি নেতৃত্বে আসায় বাংলাদেশ সুশাসনের পথে মাইলফলক স্থাপন করবে।’ চিঠিতে ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণাও দেন। 
 
উল্লেখ্য, গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। 

এ ছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে, জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২ টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন