হোম > জাতীয়

বাড়ছে ম্যালেরিয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় নজর দেওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।

জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

সেকশন