হোম > জাতীয়

জুলাই ঘোষণাপত্রের প্রচারণা বাড়ানো হলো আরও ৩ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ২১
কুমিল্লায় ‘জুলাই ঘোষণাপত্রের’ সচেতনতামূলক প্রচারণায় হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই ঘোষণাপত্রের’ সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে সমাবেশ, লিফলেট বিতরণ এবং জনসংযোগ করার সময় বাড়ানো হয়েছে আরও তিন দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ৬-১১ জানুয়ারি পর্যন্ত সমাবেশ, লিফলেট বিতরণ ও জনসংযোগ করার ঘোষণা দেওয়া হয়। পরে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি পর্যন্ত সময় তিন দিন বাড়ানো হয়। সে হিসেবে ১২ তারিখ সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে এবং ১৩ তারিখ রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী ও বগুড়ায় প্রচারণা চালানোর কথা জানান হয়।

এ ছাড়া, ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলার যশোর, গাজীপুর মহানগর, ফরিদপুরে সমাবেশ ও লিফলেট বিতরণ জনসংযোগ কর্মসূচি পালন করা হবে।

এই পুরো সময়ে ঢাকা মহানগরেও কর্মসূচি চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেশজুড়ে নেতা-কর্মীদের উপরোক্ত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করার অনুরোধ করা হলো। কেন্দ্রীয় নেতারা উপরোক্ত সূচি মেনেই আপনাদের সঙ্গে যুক্ত হবেন।’ কর্মসূচি পরিচালনা করার সময় সমাজের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

স্থানীয় নির্বাচনের কথা ভাবছে সরকার

৪৩তম বিসিএসে বাদ পড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

সরকারি কর্মীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা