কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ১৫ এপ্রিল সকালের দিকে ইসরায়েলি বাহিনীর দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইবাদতরত নিরীহ মানুষ ও নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। এমন হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও চুক্তিগুলোর লঙ্ঘন। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতা হচ্ছে মৌলিক মানবাধিকার। মানুষের ধর্ম চর্চার অধিকার বিশেষ করে পবিত্র রমজান মাসে নিশ্চিত করতে হবে।
এ ধরনের হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।