হোম > জাতীয়

সাম্প্রদায়িক ব্যক্তিরা দলীয় নমিনেশন পাচ্ছে: ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্থানীয় নির্বাচনগুলোতে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কেউ কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই ঘটনা খুবই উদ্বেগজনক। এটি সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার শামিল।

আজ বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত 'সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা' শীর্ষক টিআইবির এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, গত ৫০ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হয়েছে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। যত দিন রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে, তত দিন সংখ্যালঘু নির্যাতন দেশে কমবে না। বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে তার কোনোটার বিচার হয়নি।

টিআইবি পরিচালক বলেন, হামলাকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তৈরি হতে পারে। 

অনলাইনের এই অনুষ্ঠানে মূল প্রতিবেদন তুলে ধরেন টিআইবির সরকারি গবেষক মোস্তফা কামাল। 

গবেষণায় বলা হয়, করোনাকালে দলিত শ্রেণির অনেকেই বর্ণবাদের কারণে আর্থিক সহায়তা পাননি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রান্তিক শ্রেণির মানুষেরা সেবা পান না বলেও গবেষণায় দাবি করা হয়। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা সংখ্যালঘু দলিত প্রান্তিক শ্রেণির মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে নানা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়। 

টিআইবির পরিচালক শেখ মানজুর-ই-ইলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন টিআইবির গবেষক ও পলিসি পরিচালক মো. রফিকুল হাসান।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন