প্রাথমিকের শিশুদের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। আজ বৃহস্পতিবার সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী ৬৪ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, রাজধানীর ২১ টিসহ সারা দেশের ১৮৬টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। দুই সপ্তাহব্যাপী টিকা কার্যক্রমের প্রথম দিনে ৩১ হাজার ৮২৮ জন ছেলে শিশু এবং ৩২ হাজার ৫৩৯ জন মেয়ে শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৬২ জনে। তবে ৪ কোটি ৩০ লাখ ৮১ হাজার মানুষ বুস্টার ডোজ নিলেও এখনো দ্বিতীয় ডোজের বাইরে ৮৮ লাখ ১৯ হাজারের বেশি টিকা গ্রহীতা।
গত ১১ আগস্ট পরীক্ষামূলক প্রয়োগের পর আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাঁচ বছরের বেশি শিশুদের টিকাদান। এতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মেলে। প্রতিটি কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছে শিশুরা। দু-একটি কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা দেখা দিলেও টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।