Ajker Patrika
হোম > জাতীয়

সুখী মানুষের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত

অনলাইন ডেস্ক

সুখী মানুষের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রতিবছরের মতো এবারও সুখী দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১৪৭টি দেশ ঠাঁই পেয়েছে। এই দেশগুলোর মধ্যে বলা যায়, বাংলাদেশের অবস্থান একপ্রকার তলানিতেই। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আর তালিকার শীর্ষ দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে তলানির দেশ আফগানিস্তান।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার ব্রিটিশ জরিপ সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের সহায়তায় এই তালিকা প্রস্তুত করেছে। এ বছর এই তালিকা প্রস্তুত করা ক্ষেত্রে মানুষের সুখ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের আদানপ্রদান, যত্ন, দয়া ইত্যাদির মতো বিষয় আমলে নেওয়া হয়েছে।

এই তালিকায় টানা ৮ম বারের মতো শীর্ষে অবস্থান করছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এই অঞ্চলেরই দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন আছে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস আছে তালিকার পঞ্চম স্থানে।

তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, সপ্তম অবস্থানে আছে নরওয়ে। পরিহাসের বিষয় হলো, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া ইসরায়েল আছে তালিকার অষ্টম স্থানে। নবম স্থানে আছে লুক্সেমবার্গ। প্রতিবেশী মেক্সিকো সুখী মানুষের দেশের তালিকায় শীর্ষ দশে থাকলেও এতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের।

এদিকে, তলানিতে থাকা শীর্ষ দেশগুলো হলো যথাক্রমে—আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাবি, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, কমোরোস ও লেসেথো। তলানির শীর্ষ ১০-এ না থাকলেও বাংলাদেশ আছে কাছাকাছি। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সব দেশই এই তালিকায় বাংলাদেশর উপরে অবস্থান করছে। এই তালিকায় ভারত ১১৮তম, বাংলাদেশের ঠিক এক ধাপ আগে শ্রীলঙ্কা ১৩৩তম এবং নেপাল ৯২তম। মজার ব্যাপার হলো, সহিংসতায় জর্জরিত পাকিস্তান বাংলাদেশ ও ভারত দুই দেশের চেয়েই এগিয়ে। দেশটির অবস্থান তালিকার ১০৯ নম্বরে। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভুটান ও মালদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আসিফ মাহমুদ ও হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা রুখে দেবে: হেফাজত আমির

ঈদের আগেই বাস টার্মিনালের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

বায়তুল মোকাররমসহ রাজধানীজুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান

গ্রামীণ নারীদের কর্মমুখী করতে ৪২৫ কোটির প্রকল্প

৭ মাস ধরে টোল আদায় বন্ধ ৯ সেতুতে

সুখীদের তালিকায় বাংলাদেশের পতন

জাতীয় ঐকমত্য গঠনে সংলাপ শুরু

ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি-ইউএনওরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা