হোম > জাতীয়

সংবিধান বাতিলের দাবি নিয়ে যা বলছেন আইনজ্ঞরা

আজকের পত্রিকা ডেস্ক­

সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। ছবি: সংগৃহীত

আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক আজকের পত্রিকাকে বলেন, একটা কথা বললেই সেটা কার্যকার হয়ে যাবে নাকি? তাঁদের বাকস্বাধীনতা আছে। তাঁরা দাবিদাওয়া তুলতেই পারেন। তাঁরা যেটা মনে করছেন সেটা তো বলতেই পারেন। তাঁরা তো আর সরকারের অংশ না। এটা তাঁদের একটি অবস্থান, সেটি তাঁরা ব্যক্ত করবেন।

শাহদীন মালিক বলেন, কিছু চাওয়া ব্যক্ত করলেই তো আর কার্যকর হয়ে যাবে না। তাঁরা তাঁদের যুক্তি বলুন। আমরা শুনি, জানি, বুঝি। তাঁদের দাবি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেয় কি না, তখন বলা যাবে।

প্রায় একই কথা জানালেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি গতকাল বলেন, বক্তব্য দিয়ে তো আর সরকার চলে না। সিদ্ধান্ত হবে সরকারে। তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) তো আর সরকার না।

ছাত্রদের দাবির বিষয়ে মনজিল মোরসেদ আরও বলেন, এঁরা তো রাষ্ট্রপতির পদত্যাগও চেয়েছিলেন। পদত্যাগ কি হয়েছে? তাঁদের বক্তব্যে তো বহু কিছুই থাকতে পারে। সরকার করবে কি না, সেটা সরকার বলবে। সরকার যখন করবে, তখন সেটা বলা যাবে।

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন, তাঁরা কী ধরনের ঘোষণাপত্র উপস্থাপন করবেন, সেটা এখনো স্পষ্ট না। তাঁরা বিপ্লবী সরকার ঘোষণা দিলে সেটা এখন বাস্তবায়ন সম্ভব না, কিংবা স্বকীয়তা পাবে না। সময় গড়িয়ে গেছে। সেটা ৫ আগস্টের পর করলে সম্ভব হতো।

আর এখন সংবিধান বাতিলের ঘোষণা করে বিপ্লবী সরকার ঘোষণা করতে গেলে বিশাল রাজনৈতিক জটিলতা তৈরি হবে বলে মনে করেন শিহাব উদ্দিন। তিনি বলেন, এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় কী করে বা করতে পারবে, তা দেখার বিষয়।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা