লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার আইনমন্ত্রী আনিসুল হক দুই সংসদ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম এ কে এম শাহজাহান কামাল সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। গত রাতে তাঁরা দুজনই ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শাহজাহান কামালের বয়স হয়েছিল ৭৮ বছর এবং মরহুম আব্দুস সাত্তার ভূঁইয়ার বয়স হয়েছিল ৮৪ বছর।