হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিল ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।

এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ