অনলাইন ডেস্ক
ইউরোপের দেশ রোমানিয়ায় পড়তে আগ্রহী যেসব বাংলাদেশি শিক্ষার্থী, তাঁরা পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত দেশটির দূতাবাস থেকে আবেদন করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগ এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীগণ এখন থেকে ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত রোমানিয়া দূতাবাস ও থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।