হোম > জাতীয়

বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫– এর চারটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

শুনানিতে জয়নুল আবেদীন রিটের বিষয়টি উপস্থাপন করেন। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আমি এখানে পক্ষ, কাউন্সিলের সদস্য হিসেবে সভায় ছিলাম। তাই এই আবেদন শুনতে পারছি না।’ পরে আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।

‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ শিরোনামে অধ্যাদেশ গত ২১ জানুয়ারি প্রকাশ করে আইন মন্ত্রণালয়। পরে ওই অধ্যাদেশের কয়েকটি ধারা সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত ২৩ জানুয়ারি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন। তবে পদক্ষেপ না নেওয়ায় অধ্যাদেশের ৩,৪, ৬ ও ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৬ ফেব্রুয়ারি রিটটি করেন তিনি।

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চায় বিজিবি

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

বাধা ও হস্তক্ষেপে কাজ করতে পারছে না পুলিশ

সংখ্যালঘু নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল সরকার

৫ আগস্টের পর থেকে পুলিশের গাড়ির সংকট

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার

সংস্কারের স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল: প্রধান বিচারপতি

দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে: প্রধান উপদেষ্টা

শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হাইকোর্টের রুল