হোম > জাতীয়

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের সময় সেখানকার রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় আট হাজার মানুষ বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে এ অনুপ্রবেশ ঘটেছে। 

নীতিগতভাবে সরকার নতুন করে রোহিঙ্গাদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সীমান্তের ফাঁকফোকরের ভেতর দিয়ে তারা ঢুকে পড়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, সীমান্তে অবশ্যই অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করা হবে। 

উপদেষ্টা জানান, বিষয়টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিগগির আলোচনা হবে। 

জাতিসংঘ শরণার্থী সংস্থা ও সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আছে। 

উপদেষ্টা বলেন, সীমান্তে বিভিন্ন সংস্থা কাজ করে। তাদের অনেক সোর্স দুর্নীতিতে যুক্ত। তারপরও অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করতে হবে। 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি মনে করেন, রাখাইনের যা পরিস্থিতি, তাতে প্রত্যাবাসন সফল করতে হলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা দরকার হতে পারে। 

মিয়ানমার সশস্ত্র বাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বিপুল সংখ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদের ফেরাতে একই বছরের নভেম্বরে দেশটির সঙ্গে তিনটি চুক্তি সই হয়। সরকারি তথ্য অনুযায়ী, এই সাত বছরে একজন রোহিঙ্গাও আনুষ্ঠানিকভাবে রাখাইনে ফিরে যায়নি।

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান