হোম > জাতীয়

আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক: ড. ইউনূস

বাংলাদেশে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর দেশের দায়িত্বভার গ্রহণ করে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। তবে কবে নাগাদ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ড. ইউনূস প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সে বিষয়ে জনসাধারণের কৌতূহল আছে। 

সম্প্রতি সেই বিষয়টি খোলাসা করেছেন ড. মুহাম্মদ ইউনূস নিজেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচনে অংশ গ্রহণের কোনো পরিকল্পনা তাঁর নেই। 

নিউইয়র্কে অনুষ্ঠিত এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক?’ 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। 

অপরদিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা