১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠন দুটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি বাংলামোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এলাকা ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য স্বীকৃতি, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচার, বর্তমান সংবিধান বাতিল এবং ১৯৭১ ও ২০২৪-এর চেতনাকে ধারণ করার জন্য নতুন সংবিধান দাবি করছি। তবে সরকারের পক্ষ থেকে এখনো জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।’
এ সময় আখতার নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনও দাবি করেন।
এর আগে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকা ও ঢাকার বাইরেও গিয়েছেন। জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে আমাদের কাজ চলমান রয়েছে।’