ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। সেই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চান জেসমিন ইসলাম।
জেসমিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন মো. আসিফ হাসান।