নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি আরও ১০ লাখ দেশে এসে পৌঁছেছে। শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই দ্বিতীয় চালান পৌঁছায়।
এর আগে শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে টিকার তথ্য জানিয়েছিলেন।