হোম > জাতীয়

নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

আজকের পত্রিকা ডেস্ক­

চলতি বছরের অক্টোবর মাসে ৭৪ কন্যাশিশুসহ ২০০ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক পরিসংখ্যান তৈরি করে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে মোট ২০০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাসহ ৪৪ জন। তারমধ্যে ২ জন কন্যাসহ ৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অক্টোবর মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ৯ জন। ২ জন কন্যাসহ ৪ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, তারমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ টি, এরমধ্যে কন্যা ১ জন। ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪ টি। এ ছাড়াও বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ২ টি। ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ