Ajker Patrika
হোম > জাতীয়

সুইজারল্যান্ড সফর শেষে আজ ঢাকায় ফিরছেন ড. ইউনূস

বাসস, ঢাকা  

সুইজারল্যান্ড সফর শেষে আজ ঢাকায় ফিরছেন ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা শেষে ঢাকার উদ্দেশে রোনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বিকেল ৫টা নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ড. ইউনূস বাংলাদেশ সময় আজ (শনিবার) বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, ড. মুহাম্মদ ইউনূস চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ-৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন।

এমনকি গতকাল শুক্রবার সুইজারল্যান্ডে শেষ দিনে, প্রধান উপদেষ্টা সাতটিরও বেশি অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে সাত শতাধিক মামলা: দ্রুত তদন্তে পুলিশের ওপর ‘চাপ’

পদত্যাগপত্র দিলেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

ইলিশের ৫ অভয়াশ্রমে দুই মাস মাছ শিকার নিষিদ্ধ

উড়োজাহাজে অক্সিজেন স্বল্পতা, মিয়ানমার থেকে ফিরে এল ব্যাংককগামী বিমানের ফ্লাইট

ফেব্রুয়ারিতে কারা হেফাজতে নারীসহ ১৪ বন্দীর মৃত্যু: এমএসএফ

অপারেশন ডেভিল হান্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি: এমএসএফ

গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি পিছিয়েছে বাংলাদেশ: ইআইইউয়ের প্রতিবেদন

১৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতদের ২য় দিন

স্বাস্থ্যকে জাতীয় নিরাপত্তা হিসেবে দেখার ভাবনা