হোম > জাতীয়

রোহিঙ্গা ভোটার ঠেকাতে বৈঠকে বসছে ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রোহিঙ্গা ভোটার ঠেকাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতিমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি। বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে।

সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে।

এ ছাড়া আজকের বৈঠকে সব মহলের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা এবং বিবিধ।

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট