Ajker Patrika
হোম > জাতীয়

৬ হাজার ৮৮ কোটি টাকার তেল-গ্যাস আমদানি করা হবে

নিজস্ব প্রতিবেদক

৬ হাজার ৮৮ কোটি টাকার তেল-গ্যাস আমদানি করা হবে

ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'

পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন চায় ইসি

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশ সড়ক উপদেষ্টার

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাই কোর্টের

পলিটেকনিকের শিক্ষকের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময়

ধর্ষণ মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে: আইন উপদেষ্টা

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন করতে হবে: উপদেষ্টা ফরিদা