হোম > জাতীয়

ফাঁক-ফোকরে মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক–মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কর্মীদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গার্মেন্টস মালিকেরাও সে বিষয়টি মেনে নিয়েছে। 

ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ২৪টি স্থান অতিরিক্ত যানজট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, পশুবাহী যানবাহন যে হাটে যাবে সেটি ব্যানারে লেখা থাকবে। পথে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পশুবাহী কোনো যানবাহন থামাতে পারবে না। কোনো নির্দিষ্ট হাটের বাইরে জোরপূর্বক পশুবাহী গাড়ি ঢোকানো হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা