নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতের কম্বল বিতরণ কার্যক্রমে কোনো প্রার্থী যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা রেড ক্রিসেন্টের মহাসচিবকে পাঠিয়েছেন। এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিকে বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলে।
একই সঙ্গে নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।