হোম > জাতীয়

তিন পল্লী উন্নয়ন একাডেমিতে শেখ হাসিনা ও রাসেলের নাম থাকছে না

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

শেখ হাসিনা ও শেখ রাসেল। ছবি: সংগৃহীত

তিনটি পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে দুটির নামের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একটির নামের সঙ্গে শেখ রাসেলের নাম ছিল।

এসব একাডেমির নাম পরিবর্তন করতে আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর এর নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর; বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ এর নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এবং শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর করা হবে।

অন্যান্য পল্লী উন্নয়ন একাডেমির নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নামকরণ করতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তিনটি অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে আইন সংশোধন করে কী পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হয়েছিল।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগকে এই অধ্যাদেশের খসড়া পরিমার্জন করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ