নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পরেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (২৯ জুলাই) তাঁর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের চলমান সহিংস ঘটনা ও কারফিউর পর থেকে প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।
বৈঠক শেষে প্রায় প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সারসংক্ষেপ নিয়ে কথা বলেন। তবে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কথা বলবেন না বলে বাসভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান তাঁর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
শরীফ মাহমুদ অপু জানান, মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাতজন মন্ত্রীর বিশেষ বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।