বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান কর্মসূচি কোভেক্স আওতায় ঢাকার পথে রওনা হয়েছে আরও ১৭ লাখ সিনোফার্মের টিকা। আজ বুধবার ঢাকার চীনের উপ–রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ঢাকার চীনের উপ–রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বলেন, বেইজিং সময় সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে সিনোফার্মের ১৭ লাখ টিকা রওনা হয়েছে। কোভেক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দেওয়া হচ্ছে। এমিরেটসের উড়োজাহাজে দোহা হয়ে টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে কোভেক্সের আওতায় চীন বাংলাদেশকে ৩৪ লাখ সিনোফার্মের টিকা দিল।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশকে কোভেক্সের আওতায় ১৭ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।
এ বিষয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, কোভেক্সের আওতায় চীন বাংলাদেশকে ৩৪ লাখ টিকা দেবে।