হোম > জাতীয়

নির্ধারিত মজুরিতেই পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাকশ্রমিকদের মজুরি যা বাড়ানো হয়েছে, তা নিয়েই কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যেটা বাড়ানো হয়েছে, তা নিয়েই তাদের কাজ করতে হবে। তারা কাজ করুক।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে আওয়ামী লীগের সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের মজুরি দফায় দফায় বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। গত ১৪ বছরে ১ হাজার ৬০০ টাকা মজুরি থেকে ৮ হাজার ৩০০ টাকা করে দিয়েছি। আর বর্তমানে আবার সেটা বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আবার প্রতিবছরে ৫ শতাংশ করে ইনক্রিমেন্ট হয়।’ 

মূল্যস্ফীতির কারণে বেতন বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। পোশাকশ্রমিকদের বেতন ৫৬ শতাংশ বাড়ানো হলো। যে কারখানা তাদের রুটি-রুজির ব্যবস্থা করে, তাদের খাদ্য দেয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে; সেই কারখানায় হামলা, পোড়ানো, ধ্বংস করা। ১৯টি কারখানায় আক্রমণ করে ধ্বংস করা হয়েছে।’

পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই সময় আসে তাদের (শ্রমিক) সব রকম সুবিধা আমরা করে দিই। কিন্তু তারা যদি সেটা না করে, কারও প্ররোচনায় রাস্তায় নেমে...এরাই তো যারা উসকানি দিচ্ছে, তারাই তাদের (শ্রমিক) লাশ ফেলবে। এরাই এমন অবস্থা সৃষ্টি করবে যাতে তারা চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে গিয়ে পড়ে থাকতে হবে।’ তিনি বলেন, ‘এখন তারা কী চায়? কারখানা ধ্বংস হয়ে গেলে উৎপাদন ব্যাহত হয়, রপ্তানি ব্যাহত হয়, তাহলে তাদের কাজ থাকবে কোথায়? এটা তো তাদের বুঝতে হবে। আর উসকানিদাতা কারা?’

পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি পোশাকশ্রমিকদের কথা একটু বলি। আজকে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে। আমার কাছে খবর আছে, তাদের (শ্রমিক) এইভাবে রাস্তায় নামাবে এবং ওরাই তাদের এজেন্ট ঢুকাবে, ওদের ক্ষতি করবে, দরকার হলে লাশ ফেলবে এবং দেশের অবস্থা আরও অস্থিতিশীল করবে। অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করে যখন পারেনি, তখন এই কাণ্ডটা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অপসারণে দুদকের তৎপরতা

ওপারের কেউ অবৈধভাবে এপারে আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গবেষণায় শিক্ষক-কর্মচারীরা পাবেন আর্থিক সহায়তা, নীতিমালা জারি

পূর্বাচলে হাসপাতাল করতে জমি পাবে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়াকে রূপপুরের ঋণ কীভাবে শোধ করবে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী মারা গেছেন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীকে তলব

সেকশন