Ajker Patrika
হোম > জাতীয়

‘কাজকর্মে অনীহা যাদের, তাদেরই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘কাজকর্মে অনীহা যাদের, তাদেরই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়’ 

যেসব কারণে পুলিশ থেকে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, তা নিয়ে গণমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এবার বিস্তারিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাধ্যতামূলক অবসর নিয়ে নানা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে যাঁদের পাঠানো হয়েছে, কী বিবেচনায় করা হয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্যই ফোর্স। সাধারণ মানুষের সেবার জন্যই ফোর্স। যাঁরা দেশের কথা চিন্তা করেন না। দেশপ্রেম যাঁদের হৃদয়ে নেই। কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন কিংবা তাঁদের যে দায়িত্ব সেটি পালন করছেন না। এই সমস্ত অফিসার, যাঁদের ২৫ বছর হয়ে গেছে। কর্মক্ষেত্রে যাঁরা চরম অবহেলা করে চলেছেন, তাঁদেরই চিহ্নিত করা হচ্ছে।’

আরও কারা কারা চলমান তালিকায় আছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আজকে হয়েছে এমন কোনো কথা নেই। আপনি যদি আরও পেছনে তাকান, প্রতি বছর-প্রতি মাসেই এমন করে দু-একজন যাচ্ছে। এটা উল্লেখযোগ্য কোনো ঘটনার মধ্যে আসে না। সাম্প্রতিক সময়ে পুলিশ থেকে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।’

বুয়েটের ছাত্র ফারদিনের মরদেহ পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘দুই দিন আগে তাঁর আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছিলেন তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর লোকেশন দেখলাম এক বান্ধবীর বাড়ির কাছে। পর দিন দেখলাম সে ভাসছে। এটা আমাদের তদন্তে আছে। সঠিক তথ্য পেলে আপনাদের জানাব।’

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল