হোম > জাতীয়

টিকা উৎপাদনে বাংলাদেশ–চীন চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনা সিনোফার্মের কোভিড টিকা বাংলাদেশে তৈরির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে চীন–বাংলাদেশ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জি মিং এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুক্তাদির এই চুক্তি স্বাক্ষর করেন। 

আজ সোমবার বেলা ৫টায় চীন–বাংলাদেশ টিকা উৎপাদনের সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার ভ্যাকসিন ইউনিট এই টিকা উৎপাদনের অনুমতি পেল। চীন থেকে সিনোফার্মের কাঁচামাল সরবরাহের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইনসেপ্টা। ফলে শিগগিরই বাংলাদেশে সিনোফার্মের কোভিড টিকা উৎপাদনের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে উপনীত হলো। 

চুক্তি অনুযায়ী ইনসেপ্টা দেশে টিকা তৈরি করতে পারবে না। তারা স্থানীয়ভাবে কেবল চীনা টিকার বোতলজাতকরণ এবং লেবেলিং করবে। এতে ভ্যাকসিনের খরচও যথেষ্ট কম পড়বে বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন ধাপে বাংলাদেশকে ২১ লাখ টিকা উপহার পাঠিয়েছে চীন। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশটি থেকে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ৮০ লাখ ডোজ এসেছে। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা