হোম > জাতীয়

সাত কলেজের ভর্তি বন্ধের ঘোষণা আলোচনা করে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে, এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বছর থেকেই ভর্তি করা হবে না, এটার জন্য তারা প্রস্তুত ছিলেন না।’

আজ মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে, এটা আমার সঙ্গে আলোচনা করে তো আর ঘোষণা দেয়নি। আমার নিজের পরামর্শ ছিল, যখন এ ঘটনাগুলো ঘটছিল, তখন কয়েকবার ফোনে কথা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি আরেকটি মিটিং থেকে বেরিয়ে গিয়ে শুধু বলেছিলাম, ওই কলেজগুলোর শিক্ষার্থীরা তাঁদের ভর্তির বিষয়ে, পরীক্ষার বিষয়ে যতগুলো অসুবিধা আছে, যত দূর সম্ভব, যেগুলো যেন নিরসন করা হয়। কিন্তু এ বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটির জন্য আমি প্রস্তুত ছিলাম না।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘হঠাৎ দেখলাম একটি বিবৃতি দিয়েছে যে আগামী বছর না, এ বছর থেকেই আর সাত কলেজের ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হবে না। ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে—এ রকম একটি ইঙ্গিত আছে। ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না। ইউজিসির ভর্তি করার ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয় হতে হলে সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তি, কোনো কিছু করা সম্পূর্ণ বেআইনি। আমরা আবার আলাপ-আলোচনা করব সব পক্ষের সঙ্গে। শিক্ষার্থীদের আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষাজীবন চলতে থাকবে এবং শিক্ষার মান উন্নত করতে হবে।’

একটি বিশ্ববিদ্যালয় করতে অনেক কিছু করতে হয় বলেও মন্তব্য করেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত, এই কলেজগুলোকে সমন্বিত করে একটি কাঠামোয় এনে একটি নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে নতুন মডেল তৈরি করতে হবে। সেটির জন্যই কাজ চলছে। যেকোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটি বিধিবিধান লাগে। সবকিছু যাচাই–বাছাই করতে হয়।

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান