Ajker Patrika
হোম > জাতীয়

যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক: রেলপথ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক: রেলপথ উপদেষ্টা
কমলাপুরে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, ‘এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছে।’ আজ মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধের পর সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ‘স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা আছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি নিয়ে আলোচনা করব।’

উপদেষ্টা বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয়, সে জন্য এরই মধ্যে গণমাধ্যমে সবাইকে জানিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন, তাঁদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করেছি, যাতে রেলের যে রুটগুলো আছে, সেখানে যাত্রীরা যেতে পারেন।’

রেলপথ উপদেষ্টা বলেন, ‘স্টাফদের যে দাবি, মাইলেজ অ্যালাউন্সের দাবি, তা দীর্ঘদিন ধরে বন্ধ। তাদের এই দাবির অনেকাংশই আমরা এরই মধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। রেল তো কারও ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে সাধারণ যাত্রীদের। আমরা চাই এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।’

এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের জন্য ১০টি করে মোট ২০টি গাড়ি প্রস্তুত আছে। প্রয়োজন হলে বাস আরও বাড়ানো হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ।

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

বাস রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনাবিরোধী, জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহার: টিআইবি

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়

পবিত্র রমজানে ভোগবিলাস, হিংসা পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

রমজানেও মেট্রোরেলে খাবার খাওয়া নিষিদ্ধ, পানি নেওয়া যাবে

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

প্রবীণ জনগোষ্ঠীর দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে না: সমাজকল্যাণ উপদেষ্টা

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করার কাজ চলছে: বেবিচক চেয়ারম্যান