করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৯ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকাল ৯ জনের মৃত্যু এবং ২৭৫ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৩টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করলে ২৮৯টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ।
যেখানে গতকাল ৮৩২টি সক্রিয় ল্যাবে ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করলে ২৭৫টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।
গত এক দিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে ৪ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫ জনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে নারী ৩ জন এবং পুরুষ ২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪১৩ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮২৮ জন করোনা রোগীর।