হোম > জাতীয়

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ ডেঙ্গু রোগী। আজ শনিবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছে ৩৪ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ১৬৩ জন। বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৫২২ জন।

আর রোগীর সংখ্যা ৯৫ হাজার ৬৩২। বর্তমানে সারা দেশের হাসপাতালে ২ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীতে ৯৯৬ জন এবং রাজধানীর বাইরে ভর্তি রোগী ১ হাজার ৪১২ জন।

সরকারি পরিসংখ্যানে দেখানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীতে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে। আর রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৩৭, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি রয়েছে। আর এক দিন হাসপাতাল ছেড়েছে ৫০৩ জন।

চলতি বছরে সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে। ওই মাসে ১৭৩ জন মারা যায়। আর রোগী ভর্তি হয়েছিল ২৯ হাজার ৬৫২ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা