এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ ডেঙ্গু রোগী। আজ শনিবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছে ৩৪ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ১৬৩ জন। বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৫২২ জন।
আর রোগীর সংখ্যা ৯৫ হাজার ৬৩২। বর্তমানে সারা দেশের হাসপাতালে ২ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীতে ৯৯৬ জন এবং রাজধানীর বাইরে ভর্তি রোগী ১ হাজার ৪১২ জন।
সরকারি পরিসংখ্যানে দেখানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীতে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে। আর রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৩৭, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি রয়েছে। আর এক দিন হাসপাতাল ছেড়েছে ৫০৩ জন।
চলতি বছরে সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে। ওই মাসে ১৭৩ জন মারা যায়। আর রোগী ভর্তি হয়েছিল ২৯ হাজার ৬৫২ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।