হোম > জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী গ্রহণ করবেন মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা আসছে মডার্নার ৩০ লাখ টিকা। আগামীকাল সোমবার এসব টিকা বিমানবন্দর থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকাগ্রহণের পর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইট করে জানান, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ ডোজ পাচ্ছে বাংলাদেশ।

এর আগে দুই দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; যা দেশের বিভাগীয় ও সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা পেয়েছেন কেবলমাত্র সৌদি ও কুয়েতপ্রবাসীরা।

এ ছাড়া উপহার হিসেবে চীন থেকে আরও ১০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। তবে কবে এ টিকাগুলো আসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রয় চুক্তির ২০ লাখ টিকা পাঠিয়েছে চীন; যা দেশের সব জেলা ও উপজেলায় দেওয়া হচ্ছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের ছাড়াও সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছেন।

চীনের উপহার ও কেনা মিলে ৩১ লাখ টিকা ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ৩৩ লাখ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

এদিকে জাপান কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ টিকা দেবে বাংলাদেশকে। সপ্তাহখানেকের মধ্যে এ টিকা আসার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়; যা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের টিকা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর