Ajker Patrika
হোম > জাতীয়

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবি

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি এবং প্রতিটি মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপনসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। 

অন্যান্য দাবি হলো—প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা। 

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এই দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো সদুত্তর পাইনি।’ 

পলাশ কান্তি দে আরও বলেন, ‘অনতিবিলম্বে আমরা আশা করব, সরকারের পক্ষ থেকে ১ নম্বর দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য না দেওয়া হয়, তাহলে আগামী ১৬ সেপ্টেম্বর দাবি আদায়ের সপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’ 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সহসভাপতি ডিসি রায়, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মৃধা, প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, উপদেষ্টা দুলাল দে, যুগ্ম-মহাসচিব সমীর সরকার, অখিল মন্ডলসহ আরও অনেকে। 

৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ যেসব সুবিধা পাচ্ছেন জুলাই অভ্যুত্থানে হতাহতরা

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

সেহরি-ইফতারের সময়সূচি আলেম-ওলামাদের তৈরি, এটি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই

নির্বাচন ভবনে প্রবেশে মানতে হবে আট নির্দেশনা

বেক্সিমকোর ৫১ হাজার কোটি টাকার ঋণ-সংক্রান্ত রিটের রায় ১২ মার্চ

সব পাবলিক প্লেসে এক বছরের মধ্যে নিরাপদ পানি নিশ্চিত করতে হবে: হাইকোর্ট

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনান ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জীবদ্দশায় অন্তত একবার হলেও সহিংসতার শিকার হন ৭০ ভাগ নারী: জরিপ

পুলিশের ৫৩ বড় পদে রদবদল

জাতীয় সংসদ সচিবালয়ে সচিব মিজানুর রহমানের যোগদান