প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহ ময়দানে। আজ রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা আগামীকাল (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। দেশের গণ্যমান্য ব্যক্তিরা, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনীতিকদেরও এ জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
নামাজ শেষে প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
ঈদুল ফিতর, ঈদ, ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঈদগাহ